add

সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন খেলাধুলা তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য ইসলাম শিক্ষা জীবনধারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ত্রিদেশীয় সিরিজে-র ভাবনা, পাকিস্তানের পরিকল্পনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | ২৫ জুলাই ২০২৫

2026 সালের ফেব্রুয়ারি-মার্চে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর, যার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতির ছক কষতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সেই ধারাবাহিকতায় পাকিস্তান ভাবছে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা—যেখানে আমন্ত্রণ জানানো হতে পারে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে।

প্রথমে পরিকল্পনা ছিল পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। তবে সাম্প্রতিক আলোচনায় সেই সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করার বিষয়টি উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার ‘সাব-কন্টিনেন্ট’ পরিকল্পনায়

ক্রিকেট অস্ট্রেলিয়া উপমহাদেশে অনুষ্ঠিতব্য যেকোনো আইসিসি ইভেন্টের আগে সেখানে অনুশীলন ও ম্যাচ খেলার লক্ষ্যেই প্রস্তুতি নেয়। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল। এরপর 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করে টেস্ট ও ওয়ানডে খেলেছে। এ ধারাবাহিকতায়, এবার পাকিস্তান সফর করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় তারা।

ফেব্রুয়ারিতে সম্ভাব্য সিরিজটি হবে বলে

জানা গেছে, 2026 সালের ফেব্রুয়ারিতেই পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর মধ্যে আলোচনা চলছে।

এই আলোচনা আরও জোরালো হয়েছে সম্প্রতি এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) এর বার্ষিক সভায়, যেটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। সভায় অংশ নিতে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকায় এসেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাবনা উঠে এসেছে।

লক্ষ্য: বিশ্বকাপের প্রস্তুতি

ত্রিদেশীয় এই সিরিজ মূলত বিশ্বকাপের আগে উপমহাদেশীয় কন্ডিশনে খেলার প্রস্তুতি হিসেবে কাজ করবে। বাংলাদেশ ও পাকিস্তানের উইকেট ও আবহাওয়া ভারতের মতো হওয়ায়, সিরিজটি অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপের জন্য কার্যকর অনুশীলনের সুযোগ এনে দেবে।

সিরিজ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা খুব শিগগিরই আসতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ