নিজস্ব প্রতিবেদন |১১ সেপ্টেম্বর ২০২৫ |
দুই দিন আগে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। তবে বাংলাদেশের জন্য মূল লড়াই শুরু হচ্ছে আজ থেকে। আবুধাবির মাঠে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ ও পারভেজ
ওপেনিংয়ে ভরসা রাখা হয়েছে তরুণ ব্যাটার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ওপর। চলতি বছরে দুজন মিলে ছক্কা হাঁকিয়েছেন মোট ৪৫টি। তানজিদের ব্যাট থেকে এসেছে ২৩টি, আর পারভেজ খেলেছেন ২২টি। শুরুতেই প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করার লক্ষ্য তাঁদের।
দুর্দান্ত ফর্মে অধিনায়ক লিটন
তিন নম্বরে খেলবেন অধিনায়ক লিটন দাস। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ৪১৭ রান করেছেন তিনি। ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা, স্ট্রাইক রেটও ১৩৫-এর বেশি। সাম্প্রতিক সিরিজগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন লিটন।
মিডল অর্ডারের ভরসা হৃদয়, জাকের ও শামীম
চারে নামার সম্ভাবনা বেশি তাওহিদ হৃদয়ের। যদিও সাম্প্রতিক সময়ে তিনি বড় ইনিংস খেলতে পারেননি, তারপরও মিডল অর্ডারে তাঁর সামর্থ্যের ওপর আস্থা রাখছে দল। পাঁচে থাকবেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী, আর ছয়ে বাঁহাতি শামীম হোসেন। এ দুজনের দায়িত্ব হবে ইনিংস গড়ে তোলা ও দ্রুত রান তোলা।
অলরাউন্ডারদের অবদান
সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০০-এর সামান্য বেশি, তবে ব্যাটিং–বোলিং দুই দিকেই অবদান রাখেন তিনি। স্পিন আক্রমণে মেহেদীর সঙ্গে থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।
পেস আক্রমণে মোস্তাফিজ-তাসকিন-তানজিম
বাংলাদেশের বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার—অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান, গতি ও ধারাবাহিকতায় আস্থা তাসকিন আহমেদ এবং তরুণ তানজিম হাসান সাকিব। ব্যাট হাতেও তানজিম দলের কাজে লাগতে পারেন। শরীফুল ইসলাম ও সাইফউদ্দিন স্কোয়াডে থাকলেও এই ম্যাচে তাঁদের জায়গা পাওয়ার সম্ভাবনা কম।
সম্ভাব্য একাদশ
- লিটন কুমার দাস (অধিনায়ক)
- তানজিদ হাসান
- পারভেজ হোসেন
- তাওহিদ হৃদয়
- জাকের আলী
- শামীম হোসেন
- মেহেদী হাসান মিরাজ
- রিশাদ হোসেন
- মোস্তাফিজুর রহমান
- তানজিম হাসান সাকিব
- তাসকিন আহমেদ
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ
এশিয়া কাপ সবসময়ই বাংলাদেশের কাছে বড় সুযোগ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেলে দল পাবে আত্মবিশ্বাস, যা পরের ধাপে এগোতে সহায়ক হবে। হংকংয়ের বিপক্ষে তাই বড় জয় নিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবে লিটনরা।
আরও পড়ুন
১.এশিয়া কাপে আলো ছড়াতে পারেন তরুণ পাঁচ ব্যাটসম্যান
২.বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ: এশিয়া কাপ শেষে নতুন লড়াইয়ের অপেক্ষা
৩.আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ছক্কার সুনামি, রেকর্ড ভাঙার পথে ২০২৫
0 মন্তব্যসমূহ