নিজস্ব প্রতিনিধি | ২৫ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে সাম্প্রতিক একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে বাংলাদেশে পৌঁছেছেন সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর ও চীন থেকে দুটি আলাদা মেডিকেল টিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ শুরু করেছে। সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল বৃহস্পতিবার রাতেই ঢাকায় আসে। একই দিনে সন্ধ্যায় চীন থেকেও পাঁচ সদস্যের আরেকটি দল এসে পৌঁছায়।
চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা যৌথভাবে ভিডিও কনসালটেশনে অংশ নেন। এ সময় বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ এবং শ্বাসযন্ত্র বিষয়ক চিকিৎসার উপর বিশেষজ্ঞরা পরস্পরের সঙ্গে তথ্য ও পরামর্শ বিনিময় করেন।
সিঙ্গাপুরের চিকিৎসক দল শুধু চিকিৎসা নয়, প্রযুক্তিগত ও পেশাগত সহযোগিতাও দেবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর তথ্যমতে, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
0 মন্তব্যসমূহ