নিজস্ব প্রতিনিধি | ২৬ জুলাই ২০২৫|শনিবার
বিশ্ব প্রযুক্তি বাজারে হইচই ফেলে এবার বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো TechNova X10 স্মার্টফোন। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ফোন ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
নজরকাড়া ডিজাইন ও ডিসপ্লে
TechNova X10 ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই স্ক্রিন গেমার ও ভিডিও লাভারদের জন্য আদর্শ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফোনটির ডিজাইনও একেবারেই প্রিমিয়াম।
শক্তিশালী পারফরম্যান্স
ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের নতুন Snapdragon 8 Gen 2 চিপসেট। সঙ্গে আছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। একাধিক অ্যাপ একসঙ্গে চালানো, ভিডিও এডিটিং কিংবা হাই-গ্রাফিক্স গেম—সবকিছুতেই পাওয়া যাচ্ছে স্মুথ পারফরম্যান্স।
ক্যামেরার দাপট
TechNova X10 এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা
১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড
১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রাতের অন্ধকারে কিংবা কম আলোতেও ছবি উঠে স্পষ্ট ও ঝকঝকে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা AI প্রযুক্তি সমর্থিত।
ব্যাটারি ও চার্জিং
৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলেও চার্জ নিয়ে ভাবনার প্রয়োজন নেই। মাত্র ৩০ মিনিটেই ৯০% পর্যন্ত চার্জ হওয়া সম্ভব।
বাংলাদেশে TechNova X10 এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২,৯৯০ টাকা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে ফোনটি এখন পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারে থাকছে আকর্ষণীয় ছাড়ও। TechNova X10 এর ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরা—সবকিছুর সমন্বয় এই ফোনকে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি দারুণ পছন্দে পরিণত করেছে।
0 মন্তব্যসমূহ