নিজস্ব প্রতিবেদন|২ আগস্ট ২০২৫|শনিবার
এই তথ্য জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের একটি ফেসবুক পোস্টে। সেখানে বলা হয়, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ করা হয়েছে, সেই দিন দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ পক্ষগুলোর উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশ করা হবে। এ সম্পর্কিত বিস্তারিত শিগগির জানানো হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পূর্বে তার ব্যক্তিগত ফেসবুক পেজে জানিয়েছিলেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই তা প্রকাশ পাবে।”
তিনি আরও বলেন, ঘোষণাপত্রটি জনগণের প্রত্যাশা পূরণে এবং বাস্তবায়নের পথ তৈরি করতেই বিভিন্ন পক্ষ একযোগে কাজ করে যাচ্ছে।
সূত্র জানায়, ঘোষণাপত্রে মোট ২৬টি দফা থাকবে। প্রথম ২১টি দফায় — মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, ও জুলাই অভ্যুত্থানের পটভূমি উঠে এসেছে। পরবর্তী ৫টি দফায় — মানবাধিকার, আইন-শাসন, গুম-খুন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বিচারব্যবস্থা সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
গত বছর জুলাই মাসে ঘটে যাওয়া গণ-আন্দোলনের বার্ষিকী সামনে রেখেই এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত এসেছে। ইতোমধ্যে এটি বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন দলের নিকট পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ