মনির খানের গান শুনে কেঁদেছেন ইমন খান, জানালেন জীবনের গল্প।

নিজস্ব প্রতিবেদন | ২ আগস্ট ২০২৫, শনিবার

জনপ্রিয় গায়ক মনির খানকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সংগীতশিল্পী ইমন খান। শৈশব থেকেই মনির খানের গানে বেড়ে ওঠা এই শিল্পী জানান, তাঁর সংগীতচর্চার মূল অনুপ্রেরণা ছিলেন মনির খান।

ইমন বলেন, “আমি সংগীত শিখতে গিয়ে প্রতিনিয়ত মনির ভাইয়ের গান শুনতাম। তাঁর কণ্ঠের আবেগ আর গানের কথা আমাকে গভীরভাবে নাড়া দিত। এমন অনেক রাত কেটেছে শুধু মনির ভাইয়ের গান শুনে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি।”

তিনি আরও বলেন, “মনির ভাইয়ের ‘তোমার কোনো দোষ নাই’, ‘সুখে থাকা হলো না’, বা ‘খাঁচা ছেড়ে যায় রে পাখি’—এই গানগুলো আমাকে শিল্পী হিসেবে গড়ে তুলেছে। এখনো তাঁর গান শুনে আমি অনুপ্রাণিত হই।”

গুরুর জন্মদিন উপলক্ষে ফেসবুকে ইমন একটি বার্তা দেন। সেখানে তিনি লিখেন, “শুভ জন্মদিন গুরুজি, আপনার গান শুনে বহুবার মন কেঁদেছে। আপনি ছিলেন, আছেন, থাকবেন আমার জীবনের বিশেষ একজন।”

২০০৮ সালে ইমনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। তখন থেকেই তাঁর সঙ্গে মনির খানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ইমন জানান, মনির খান তাঁকে সব সময় উৎসাহ দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন।

দীর্ঘ এই সম্পর্কের পরও তাঁরা এখনো একসঙ্গে কোনো গান করেননি। তবে শিগগিরই একটি বড় প্রজেক্টে তাঁরা দুজন একসঙ্গে গান করবেন বলে জানান ইমন। তাঁর ভাষায়, “এটা আমার স্বপ্নপূরণ। মনির ভাইয়ের সঙ্গে গান করাটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে।”

সংগীতের প্রতি ভালোবাসা ও প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইমন বলেন, “ভাই আমাকে নিয়ে দুই লাইন লিখেছেন, সেটাই আমার জীবনের সেরা প্রাপ্তি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ