পেনাল্টি গোলে রিয়ালের ঐতিহাসিক জয়

নিজস্ব প্রতিবেদন |২০ আগস্ট ২০২৫,বুধবার

লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর করা সেই একমাত্র গোলেই ১–০ ব্যবধানে মৌসুম শুরু করল স্প্যানিশ জায়ান্টরা।

লা লিগার ইতিহাসে মৌসুম শুরুর ম্যাচে পেনাল্টি গোলে জয় পাওয়ার ঘটনা খুবই বিরল। এর আগে মাত্র চারবার এভাবে জয় পেয়েছিল বিভিন্ন ক্লাব—১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ, ২০১৭ সালে লেভান্তে এবং ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়া। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে এই জয় দিয়ে তারা নিজেদের পুরোনো রেকর্ডও ছাড়িয়ে গেছে। টানা ১৭ মৌসুমে প্রথম ম্যাচে অপরাজিত থাকার নজির এখন শুধুমাত্র রিয়ালের দখলে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ধারাবাহিকতাকে এবারও ধরে রেখেছে দলটি। এর আগে টানা ১৬ মৌসুমে এমন রেকর্ডও ছিল তাদেরই।

এমবাপ্পের এই গোল রিয়ালের ইতিহাসে যোগ করেছে নতুন এক অধ্যায়। মৌসুমের প্রথম গোল করা ফরাসি খেলোয়াড়দের তালিকায় এবার তাঁর নামও উঠে এসেছে। আগে এই কৃতিত্ব ছিল করিম বেনজেমার, যিনি ২০১৩, ২০১৪, ২০১৯ ও ২০২১ মৌসুমে প্রথম গোল করেছিলেন। এবার সেই জায়গায় বেনজেমার পাশে দাঁড়ালেন এমবাপ্পে। বার্নাব্যুর দর্শকেরা তাঁর গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন, যা যেন ইঙ্গিত দেয় মৌসুমজুড়ে তাঁর কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার প্রত্যাশা।

রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর জন্যও এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। ম্যাচশেষে আলোনসো বলেন, নতুন খেলোয়াড়েরা দারুণ পারফরম্যান্স করেছে এবং তারা নিজেদের জায়গায় খুব দ্রুত মানিয়ে নিয়েছে। তাঁর মতে, রিয়ালের জার্সি গায়ে চাপ অনুভব করা সবার জন্য সহজ নয়, কিন্তু প্রথম ম্যাচেই তা সামলে নিয়েছে দলের নতুন তারকারা।

ম্যাচে নজর কাড়ে আরেকটি ঘটনা—তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর অভিষেক। কয়েক দিন আগেই মাত্র ১৮ বছর পূর্ণ করেছেন তিনি। সেই বয়সেই রিয়ালের জার্সি গায়ে মাঠে নামেন এবং অল্প সময় খেলেও দর্শকের দৃষ্টি কেড়ে নেন। কোচ আলোনসো তাঁর প্রশংসা করে বলেছেন, মাস্তানতুয়োনো ভবিষ্যতে রিয়ালের বড় সম্পদ হয়ে উঠতে পারে।

মৌসুমের প্রথম ম্যাচে জয়, নতুন রেকর্ড আর এমবাপ্পের গোল—সব মিলিয়ে দারুণভাবে নতুন মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। সমর্থকেরা এখন অপেক্ষায় আছে, আলোনসোর কোচিংয়ে এবং এমবাপ্পের নেতৃত্বে দলটি কতদূর এগোতে পারে। লা লিগা ছাড়াও ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখা হচ্ছে।


আরও পড়ুন 

১.CHAN 2024 Football: কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় ৩০ দিনের ফুটবলযুদ্ধ

২.নারী ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।

৩.বিপিএলে ম্যাচ ফিক্সিং প্রস্তাব: ৪০০ কোটি টাকার চাঞ্চল্যকর তথ্য


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ